নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে শিবপুরের কুমড়াদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী বদল মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- স্ত্রী নামজা বেগম, বাড়িওয়ালা তাজুল ইসলাম ও প্রতিবেশী মনোয়ারা বেগম। তারা একই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে শিবপুর থানার ওসি মোল্লা আজিজুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।