নোয়াখালীতে ভুতুড়ে বিদ্যুৎ বিলের খপ্পরে গ্রাহকরা। কারও দু-তিন গুন। কারও আবার একসাথে আট মাসের বিল এসেছে ১০ লাখ টাকা।
অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতারও। অতিরিক্ত বিলের ঘটনাকে কারিগরি ত্রুটি বলে দাবি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের।