চলতি মাসের শেষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করার কথা বাংলাদেশের। তবে লঙ্কান বোর্ডের দেয়া নীতিমালা অনুযায়ী শ্রীলঙ্কা সফর করা সম্ভব না বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও লঙ্কান বোর্ডের পরিকল্পনার পুরোটা গণমাধ্যমের কাছে ব্যাখ্যা করেননি বোর্ড প্রধান।
এক্ষেত্রে চলতি বছর আন্তর্জাতিক ম্যাচ ছাড়াই শেষ হবে কী না এমন একটা শঙ্কা তৈরি হয়েছে। শুধু আন্তর্জাতিক ম্যাচই নয়, ঘরোয়া ক্রিকেটও বন্ধ রয়েছে। সব মিলে বোর্ড কী ভাবছে? সোমবার বিসিবি প্রধান জানালেন, বিকল্পও ভেবে রেখেছে বোর্ড।
যদি বাংলাদেশ দল তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা না যায় তবে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ঘরোয়া লিগ আয়োজন করতে চায় বিসিবি।
‘আমরা জানি আমরা ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসবো। বাইরের কারো সাথে হবে কিনা জানি না, আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করে দিবো এখনই। কি করবো সেটা আপনাদেরকে বলছি না, কিন্তু কিছু তো একটা করবোই। ক্রিকেট আমরা মাঠে ফেরাবোই।’
ঘরোয়া ক্রিকেট কবে নাগাদ কবে নাগাদ শুরু হবে এনিয়ে সুনির্দিষ্ট কিছু না বললেও পাপন বলেন, ‘আমরা ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসব। নিজেরা ঘরোয়া ক্রিকেট শুরু করব, এখনই। কী করব, ‘এখনই বলছি না। কিছু তো একটা করবই। ক্রিকেট আমরা মাঠে ফেরাব। যতটুকু ম্যানেজ করতে পারব, সেটাই আমরা করব। ৪০ জন ক্রিকেটার নিয়ে হতে পারে বা ৬০ জন, যতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, করব।’