ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রেফতার প্রধান আসামি, অবশেষে অনশন ভাঙলেন সেই বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

ভোলার বোরহানউদ্দিনের মাদরাসাছাত্রী ফারজানা আক্তারকে আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি মো. মিরাজ হোসেন কামালকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার শ্যামলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত ফারজানা আক্তার উপজেলার সাচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামের আবুল কামাল কালুর মেয়ে ও স্থানীয় চর গঙ্গাপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

এদিকে প্রধান আসামির গ্রেফতারের খবর পেয়ে মেয়ের কবরের পাশে ছবি নিয়ে কান্না করা অসহায় বাবা আবুল কামাল কালু অনশন ভেঙে বাড়ি ফিরেছেন।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘একমাত্র মেয়ের কবরের পাশে অনশনে বাবা’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। প্রধান আসামি মো. মিরাজ হোসেন কামালকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদ প্রকাশের পর প্রধান আসামি গ্রেফতার হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন মাদরাসাছাত্রী ফারজানার বাবা ও তার পরিবারের সদস্যসহ মাদরাসার শিক্ষকরা। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

ফারজানার বাবা আবুল কালাম কালু বলেন, মামলার সকল আসামি আমার মেয়েকে উত্ত্যক্ত ও নির্যাতন করে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে। এ নিয়ে আমি অনেকের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার পাইনি। তাই বাধ্য হয়ে ছবি নিয়ে মেয়ের কবরের পাশে তার আত্মহত্যায় প্ররোচনাদাতাদের গ্রেফতারের দাবিতে অনশন করতে বাধ্য হয়েছি। জাগো নিউজ আমার কষ্টের কথা সুন্দরভাবে তুলে ধরে সংবাদ প্রচার করেছে। ফলে পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। এজন্য আমি জাগো নিউজ ও পুলিশকে ধন্যবাদ জানাই।

তিনি আরও জানান, মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার না করলে আবারও মেয়ের কবরের পাশে অনশনে বসবেন।

চর গঙ্গাপুর দাখিল মাদরাসার শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, বাংলাদেশে মিডিয়ার যে কত গুরুত্ব তার প্রমাণ আবারও মিলেছে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম কাশেম বলেন, প্রধান আসামিকে পুলিশ গ্রেফতারের খবরে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করতে সাহস পাবে না।

বোরহানউদ্দিন থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাজধানী ঢাকার শ্যামলী এলাকার একটি বাড়ি থেকে ফারজানাকে আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি মো. মিরাজ হোসেন কামালকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলার ৫ নম্বর আসামি মো. মাইনুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামের আবুল কামাল কালুর মেয়ে ফারজানা আক্তারকে মাদরাসা যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো মিরাজ হোসেন কামাল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশে বসলেও বন্ধ হয়নি উত্ত্যক্ত করা। উল্টো মিরাজের পক্ষ নিয়ে তার পরিবারের সদস্যরা ফারজানাকে চরিত্রহীন অপবাদ নিয়ে বাড়িতে গিয়ে নির্যাতন করে।

গত ২৯ আগস্ট তারা ফারজানাকে বাড়িতে গিয়ে নির্যাতন করে আত্মহত্যার প্ররোচনা দেয়। এরপরই ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ফারজানার বাবা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাতজনকে আসামি করে মামলা করেন। পরে আসামিদের গ্রেফতারের দাবিতে তিনি মেয়ের কবরের পাশে ছবি নিয়ে অনশনে বসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102