শেষ হয়ে যাচ্ছে আকামার মেয়াদ। এরআগেই সৌদি আরব যেতে না পারলে, খোয়া যেতে পারে চাকরিটা। এমন শঙ্কা নিয়ে হাজার হাজার প্রবাসী ভিড় জমিয়েছেন রাজধানীর সৌদি এয়ারলাইন্সের অফিসে। তবে টিকিট নিয়ে কাটছে না জটিলতা। অনেকের অভিযোগ, সমস্যা সমাধানে মিলছে না, ঢাকায় সৌদি দূতাবাসের সহযোগিতা।
করোনার কারণে সৌদি আরবে ফিরতে না পারা অনেক শ্রমিকের আকামার মেয়াদ বেড়েছে ঠিকই, কিন্তু তা শেষ হচ্ছে চলতি মাসেই। তার আগেই কাজে ফিরতে মরিয়া শ্রমিকরা দুদিন ধরে ভিড় করছেন, সোনারগাঁও হোটেল সংলগ্ন সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে।
কিন্তু কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন তারা। এক পর্যায়ে নেমে আসেন রাস্তায়। আইনশৃঙ্ক্ষলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও, কাটেনি সৌদি যাত্রার অনিশ্চিয়ত।
তবে এ নিয়ে কোনো বক্তব্য দেয়নি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। যোগাযোগ করলে জানানো হয়, তাদের কান্ট্রি ম্যানেজারের করোনায় আক্রান্ত।
এরআগে রোববার বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি না দেয়ায়; বন্ধ থাকবে সৌদি আরবের সব বাণিজ্যিক ফ্লাইট।