সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) জগন্নাথপুর পৌর শহরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রীকে দা দিয়ে কোপ দেন রিকশাচালক স্বামী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।