৬০ লাখ ইউরোতে যোগ দিলেন আতলেতিকোতে।
অবশেষে বার্সেলোনা ছাড়লেন লুইস সুয়ারেজ। তবে স্পেনেই থাকছেন উরুগুইয়ান স্ট্রাইকার। ৬ মিলিয়ন ইউরোতে আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেন সুয়ারেজ। নিশ্চিত করেছে মাদ্রিদের ক্লাবটা।
গুঞ্জন বার্সার চেয়ে প্রায় অর্ধেক বেতনে মাদ্রিদে যাচ্ছেন সুয়ারেজ। দ্রুত মেডিক্যাল সম্পন্ন হলে লা লিগায় আতলেতিকোর প্রথম ম্যাচেই দেখা যেতে পারে তাকে। মঙ্গলবার বার্সার ট্রেনিং সেন্টারে সতীর্থদের কাছ থেকে বিদায় নেন অশ্রুসিক্ত সুয়ারেজ।
বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনার অংশ না থাকার কারণে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন সুয়ারেজ। য়্যুভেন্তাসে যাওয়ার কথা থাকলেও ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে জটিলতায় সে চুক্তি হয়নি। ফ্রি ট্রান্সফারেই ক্লাব বদল করলেন সুয়ারেজ।
২০১৪তে বার্সায় যোগ দিয়ে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৮ গোল। চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন ১৩টা ট্রফি।