চট্টগ্রামের পাহাড়তলীতে একটি একটি হিমায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনে ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাগরিকা রোডের বিডি ফুড এবং সব্জীয়ানা নামের দু’টি প্রতিষ্ঠানের তৃতীয় তলার কোল্ড স্টোরেজে আগুন লাগে। মুহূর্তেই আগুন কারখানার আশপাশে ছড়িয়ে পড়ে।
পরে খবরে প্রথমে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট পরে আরও সাতটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কারখানার একটি বড় অংশ।
প্রতিষ্ঠানটি মূলত বিদেশে হিমায়িত মাছ এবং সবজি রপ্তানির পাশাপাশি দেশের বাজারে রেডিমেড খাদ্য সরবরাহ করে থাকে। আগুনে দু’শ কোটি টাকা মূল্যের হিমায়িত মাছ ও সবজি নষ্ট হয়ে গেছে বলে দাবী কারখানা কর্তৃপক্ষের।