ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের ৮ থানায় নতুন ওসি নিয়োগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

কক্সবাজার জেলার ৮ টি থানায় ৮ জন নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এক অফিসে আদেশে এদের নিয়ে প্রদান করেন।

অফিস আদেশ মতে, কক্সবাজার সদর মডেল থানায় শেখ মুনীর উল গীয়াস, টেকনাফ মডেল থানায় মো. হাফিজুর রহমান, উখিয়া থানায় আহম্মদ সনজুর মোরশেদ, মহেশখালী থানায় মো. আবদুল হাই, চকরিয়া থানায় শাকের মো. যুবায়ের, রামু থানায় আজমিরুজ্জামান, পেকুয়া থানায় সাইদুর রহমান মজুমদার ও কুতুবদিয়া থানায় জালাল উদ্দিনকে নিয়োগ প্রদান করা হয়।

নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, “ কক্সবাজার জেলার পুলিশ বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে বদলীর এ কার্যক্রম। পর্যায়ক্রমে বদলী হওয়ারা ছাড়পত্র নিচ্ছেন এবং নিয়োগকৃতরা যোগদান করছেন। যোগদান করা কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন থানায় নিয়োগ দেয়া হচ্ছে।”

কক্সবাজারে পুলিশকে ঢেলে সাজাতে ব্যাপক রদবদলের অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে বদলী করা হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি পুলিশের নিয়মিত কার্যক্রমেরই অংশ। জেলা পুলিশকে ঢেলে সাজাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত ৩ দফায় বদলীর আদেশ পাওয়া পুলিশ সদস্যের দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ জনে।

এদের মধ্যে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ জন শীর্ষ কর্মকর্তা ছাড়াও রয়েছে, ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই), ৯২ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ১ হাজার ৫৫ জন কনস্টেবল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102