মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবার উন্নয়নে “হেলথ ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম ( বার)এর সভাপতিত্বে “হেলথ ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়।
“হেলথ ক্যাম্পেইন” প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দীন এমপি , সংরক্ষিত নারী আসন – ৩৬( মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা)।
মূখ্য চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার বেগম শাহিনূর রহমান, সহকারী অধ্যাপক, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা( সভানেত্রী পুলিশ নারী কল্যান সমিতি, মৌলভীবাজার)৷
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জিয়াউর রহমান।
উল্লেখ্য যে, মাননীয় সংসদ সদস্য জুম এ্যাপস এর মাধ্যমে উক্ত ক্যাম্পেইন এর সাথে যুক্ত হন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।