শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান’র সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাউছার আহাম্মেদ, নকলা থানার ওসি (তদন্ত) আবুল হাসিমসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নে জনসেবায় ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও সকলের সহযোগিতা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি অবহিত করন বক্তব্যে সকলের সহযোগিতা কমনা করেন তাঁরা।