ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় আসামিকে আটক করতে পারবে পুলিশ। নুরদের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে রোববার আদালত কথা জানিয়েছে।
এর আগে রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে নুরুল হক নুরসহ ছয় আসামিকে গ্রেপ্তারের আবেদন করেন মামলার বাদী। আবেদনের পরে বিচারক শুনানি শেষে তা নথিভুক্ত করার আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরন) বলেন, `আসামিদের গ্রেপ্তার না করার ফলে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা গ্রেপ্তার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। এজন্য আমরা আসামিদের গ্রেপ্তার চেয়ে আবেদন করি। আদালত তা নথিভুক্ত করার আদেশ দেন।’