নারী-শিশুদের ওপর অব্যাহত অমানবিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
বুধবার (৭ অক্টোবর) বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দেশব্যাপী জেলা সদর, মহানগরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জেলা সদর/মহানগরে উক্ত কর্মসূচি স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে সফলভাবে পালন করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আহ্বান জানানো হয়।
#বার্তা২৪.কম