বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
তিনি বলেন, দুপুর একটার দিকে রুহুল কবির রিজভী হৃদ্রোগে আক্রান্ত হন। এ সময় তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন।
বিএনপির সূত্র জানায়, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রুহুল কবির রিজভীকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
শায়রুল কবির খান বলেন, রুহুল কবির রিজভী এখন ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
সাবেক ছাত্রনেতা রিজভী ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন