বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরার অ্যাপার্টমেন্টে বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ রবিবার এক বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। উদ্দেশ্যপ্রণোদিত এই হামলার সঙ্গে যে বা যারাই জড়িত, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী অবিলম্বে তাদের গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনবে। এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’