দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ক্ষেত্রে বিএনপিই প্রধান অন্তরায়- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
এ সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চিন্তা বাদ দিয়ে বিএনপিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
নূর হোসেনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, “সেদিন নূর হোসেনের শরীর ছিল জীবন্ত রাজনৈতিক পোস্টার। তার বুকে ও পিঠে লেখা স্লোগানে প্রতিধ্বনিত হচ্ছিল স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র মুক্তির প্রতিধ্বনি।”