১৮ই নভেম্বর, ২০২০ খ্রি: তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক মোট ৬০ টি স্বর্ণবার আটক যার ওজন ৬.৯কেজি।

কমিশনার, কাস্টম হাউস ঢাকার এর নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক সকাল ৮:২০টায় দুবাই থেকে আগত ফ্লাইট নং-EK-582 এর মাধ্যমে আসা যাত্রীর নিকট থেকে লুকানো অবস্হায় ৬০ টি স্বর্ণবার পাওয়া যায়, যার মোট ওজন ৬.৯ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭লক্ষ ৫০হাজার টাকা।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে।