করোনাকালে জাপান সরকার বাংলাদেশকে নানাভাবে সাহায্য করছে৷অর্থনৈতিকসহ চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করেছে৷ ভবিষ্যতেও দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকবে। জাপানের নারুতো সিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটিকে সুরক্ষা সামগ্রী উপহার দেয়া অনুষ্ঠানে একথা বলেন, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
করোনা মোকাবিলায় জাপানের নারুতো সিটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মাস্ক, পিপিই, স্যানিটাইজারসহ সুরক্ষা সরঞ্জাম উপহার দিয়েছে৷ রাজধানীর তেজগাঁওয়ে নভো টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভির হাতে উপহার তুলে দেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
অনুষ্ঠানে ছিলেন নারুতো সিটির মেয়র ইজোমি মিশিকো। এর মধ্য দিয়ে দুই শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও ৫০ বছর পূর্ণ হবে স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে৷
এসময় নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি বলেন, জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে। নারুতো সিটি এবং নারায়ণগঞ্জ সিটিকে সিস্টার সিটি হিসেবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।