আয়কর রিটার্ন দাখিলে বাড়তি সময়ের ঘোষণা আসতে পারে আজকেই।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় রিটার্ন দাখিলে আরও সময় পাচ্ছেন করদাতারা। রবিবার সকালে সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এই ঘোষণা দিতে পারেন।
জানা গেছে, যারা ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা এক-দুই মাস পর্যন্ত সময় পেতে পারেন। আবার জরিমানা ছাড়া রিটার্ন জমা নেয়ার ঘোষণাও দেয়া হতে পারে। এ বছর আইনে সব ই-টিনধারীদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় ২০ শতাংশ বেশি রিটার্ন জমা পড়বে বলে প্রত্যাশা কর কমিশনারদের। গত কর বর্ষে ২২ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছিল।
করোনার কারণে এবার কর মেলা হচ্ছে না। প্রতিটি কর অঞ্চল কার্যালয়ে কর মেলার সুবিধা থাকলেও সেখানে এবার ভিড় তেমন নেই। এ অবস্থায় ৩০শে নভেম্বর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে।
আইন অনুযায়ী রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানোর বিধান না থাকলেও করোনা মহামারির কারণে এ বছর রাষ্ট্রপতি এক অধ্যাদেশ বলে এনবিআরকে সময় বাড়ানোর ক্ষমতা দিয়েছে। সেই অধ্যাদেশ অনুযায়ী, এনবিআর চাইলে ব্যক্তি শ্রেণির করদাতাদের যে কোনো জরিমানা ও সুদ মওকুফ করে দিতে পারবে। বাজেট অধিবেশনে এনবিআরের এই ক্ষমতাকে আয়কর অধ্যাদেশের ১৮৪(জি) ধারা হিসেবে যুক্ত করা হয়েছে।
তাই এনবিআর এখন চাইলে সময় না বাড়ানোর ঘোষণা দিয়ে শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য জরিমানা ও সুদ মওকুফ করলেই সময় বৃদ্ধির কাজটি হয়ে যাবে। আবার এনবিআর যদি মনে করে সরাসরি সময় বাড়াবে, সেটাও করতে পারে। রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে সে ক্ষমতাও এনবিআরকে দিয়ে রেখেছেন।
সেক্ষেত্রে অধ্যাদেশ দিয়ে সরাসরি সময় বাড়ানো হতে পারে। কিংবা প্রজ্ঞাপন দিয়ে এক-দুই মাসের জন্য জরিমানা ও সুদ মওকুফ করা হতে পারে।