স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো যাবে এবং অনুমতি নিয়ে করা যাবে ঘরোয়া অনুষ্ঠানও।
মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, বিজয় দিবসের অনুষ্ঠানমালায় যেকোনো নাশকতা ঠেকাতে দেশব্যাপী নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। বিভিন্ন অনুষ্ঠানে মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস সেবা থাকবে।
বিদেশি কুটনীতিকদের জাতীয় স্মৃতিসৌধে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।