ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকার। এছাড়া এই প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি বলে বিবৃতি দিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়েছে , রোহিঙ্গা শরনার্থীরা যেন হালনাগাদ তথ্যের ভিত্তিতে স্থানান্তরের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে তা নিশ্চিত করতে হবে। সরকার এ বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষার আহবান জানানো হয় বিবৃতিতে। যেসব শরণার্থী স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তরিত হতে চায় তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকার নিশ্চয়তা দেয়াসহ মূল ভূখন্ডে চলাচলের স্বাধীনতা দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়েছে।