শীতের রুক্ষতা- শুষ্কতা থেকে বাঁচতে আমরা কতকিছুই না করে থাকি। তারপরও শীতে ত্বককে রক্ষা করা খুবই কঠিন। এই সময় ত্বক শুষ্ক হয়ে দেখা দিতে পারে নানা সমস্যা। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ত্বক ময়েশ্চারাইজ রাখা। যা খুব একটা সহজ কাজ নয়।
তবে এক্ষেত্রে বিটরুট, টমেটো, লেবুর খোসা, কাঁচা দুধ ও মুলতানি মাটির এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকের ময়েশ্চার ঠিক রেখে উজ্জ্বল করতে সহায়তা করে। চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে-
যা যা লাগবে
এক কাপ বিটের পেস্ট, আধ কাপ টমেটো, লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে নিতে হবে (শীতকালে কমলালেবুর খোসা ব্যবহার করতে পারেন), কাঁচা দুধ পরিমাণ মতো, মুলতানি মাটি দুই চামচ, মধু এক চা চামচ।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে বিটরুট ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর বিটের রসে এক এক করে মুলতানি মাটি, লেবুর খোসা, কাঁচা দুধ এবং মধু মিশিয়ে নিন। ঘন গোলাপি রঙের এই প্যাকটি খুব ভালো করে মুখ এবং গলায় লাগিয়ে নিন। এরপর মুখে শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করুন।