সড়কে দুর্ঘটনা রোধে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১১১টি সুপারিশ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় বৈঠকে নিরাপদ সড়কের নিশ্চিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের মূল টার্গেট ছিল এই ১১১টি সুপারিশ বাস্তবায়ন করা। আমাদের করণীয় কী? করণীয়টা আমরা ঠিক করেছিলাম যে, ৪টি উপকমিটি তারা কাজ শুরু করবেন।’
তিনি আরও বলেন, ‘সড়ককে নিরাপদ করব, সেটিই আমাদের মূল টার্গেট। এখানে অনেক জটিলতা রয়েছে। এসব জটিলতাগুলোর জন্য আমরা দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি এবং মধ্যমেয়াদি কিছু পরিকল্পনা নিচ্ছি। এগুলো খুব দ্রুত আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা কিন্তু এরই মধ্যে স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলোর কাজ শুরু করে দিয়েছি।’