মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাজাপ্রাপ্ত ডাকাত ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মাসুদ আলম ভূঁইয়া ও এসআই তপন দেব এর নেতৃত্বে একদল পুলিশ ফোর্স কুলাউড়া পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে কুলাউড়া থানায় আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত ডাকাত ইদ্রিস আলী কে গ্রেফতার করা হয়।ডাকাত ইদ্রিস আলী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের মৃত কুতুব আলী (প্রকাশ খুতুব আলী) ছেলে।
কুখ্যাত ডাকাত সদস্য ইদ্রিস আলীর বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ থানায় এবং সিলেট আর জিআর ১৯৯ / ২০১২ খ্রিস্টাব্দ মামলায় ১০বছরের সশ্রম কারাদণ্ড ও জিআর ১৫৭/১৩ মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ রহিয়াছে।উক্ত আসামির বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার তদন্তাধীন রয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।