কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে আবারো নৌকার মাঝি বর্তমান মেয়র মো. আবুল খায়ের। গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে মো. আবুল খায়ের কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন লাকসাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের।
তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওইদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মূলত সেখান থেকেই ঘোষণাটি আসে।
এই ঘোষণার মধ্য দিয়ে লাকসাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত একমাত্র প্রার্থী তথা নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র মো. আবুল খায়ের।
তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে চট্টগ্রাম বিভাগের আটটি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করে। দলের মনোনীত প্রার্থীরা হলেন, কুমিল্লার লাকসামে আবুল খায়ের, বরুড়ায় বক্তার হোসেন, চৌদ্দগ্রামে মীর হোসেন মীরু, চাঁদপুরের হাজীগঞ্জে আ স ম মাহবুব-উল আলম লিপন, ফেনী সদরে নজরুল ইসলাম স্বপন, নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুনীতে আক্তার হোসেন, হাতিয়ায় কেএম ওবায়েদ উল্যাহ, লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়ের পাটওয়ারী।
মেয়র মো. আবুল খায়ের আবারও নৌকা পেয়েছেন- রাতে এমন ঘোষণা আসার পর পরেই তার সমর্থকদের মধ্য আনন্দের ঝড় বইতে শুরু করেছে।
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটযুদ্ধ। সে যুদ্ধে পৌরবাসী জানতে পারবে কে হবেন পরবর্তী ৫ বছরের জন্য লাকসাম পৌরসভার মেয়র।