ads
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি ফখরুলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত
ফখরুল

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশন আওয়ামী লীগকেই সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যে পদ্ধতিতে বাংলাদেশে ইভিএম ব্যবহার করা হচ্ছে, তা বিশ্বে অন্য যেসব দেশে ইভিএম ব্যবহার করা হয় তাদের সঙ্গে মিল নেই।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল আরও বলেন, অন্য যেসব দেশে ইভিএম চালু আছে, সেটা হচ্ছে একটা পেপার ব্যাংক। সেখানে যে প্রতীকে ভোট দেওয়া হয় সেটার একটা রিসিপ্ট দেওয়া হয়। যেহেতু এখানে সেই ব্যবস্থা নেই। সেক্ষেত্রে জালিয়াতি ও ভোট চুরির যথেষ্ট সুযোগ রয়েছে।

নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, এই নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ। প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে জনগণের কোনো আগ্রহ ছিল না। ইভিএম ব্যবহার করে ভোট দিলে ভোটার একটা কাগজ পায়, সেটা পর্যন্ত ভোটারদের দেওয়া হয় না।

দেশের বিভিন্ন এলাকায় পৌরসভা নির্বাচনে সরকারি দলের ভোট কেন্দ্র দখল, চুরির অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগসহ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102