সরকারকে পালটা ধাক্কা দেয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বুধবার রাজধানীর তোপখানায় সংগঠনের কার্যালয়ে ‘৩০শে ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। মান্না বলেন, ‘এ দিনে ভোট ডাকাতি হয়েছে। হরণ করা হয়েছে মানুষের অধিকার।’
তিনি আরও বলেন, ‘একাত্তরের ডিসেম্বরে বাংলাদেশের জয় হয়েছে আবার ২০১৮ সালের ডিসেম্বরেই নিজের দেশে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের পরাজয় হয়েছে।’ বড় শক্তি নিয়ে রাজপথে নামতে পারলে মানুষ দলে দলে তাদের সাথে যোগ দেবে বলেও তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘২০-২২টি দেশে ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে, অথচ এ দেশে এখনো আসেনি।’ টিকা এলে সরকার দলীয় লোকজনই আগেভাগে ভ্যাকসিন নেবে বলে আশঙ্কা প্রকাশ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।