আফগানিস্তানে গত ২ মাসে ৫ সাংবাদিক নিহত হয়েছেন।
আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে আরও এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো দুই মাসে অন্তত পাঁচ সাংবাদিক নিহত হলেন দেশটিতে। শুক্রবার ঘোর প্রদেশের ফিরোজ খোদ শহরে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
বিসমিল্লাহ আইমাক নামের ওই সাংবাদিক ঘোর প্রদেশের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধান সম্পাদক ছিলেন। কয়েক মাস আগেও একবার হামলা হয়েছিল বিসমিল্লাহ আইমাকের ওপর। সেবার প্রাণে বেঁচে গেলেও এবার আর রক্ষা হয়নি তার।
দেশটিতে সম্প্রতি হঠাৎ করেই গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলা ঘটনা বেড়ে যায়। এই হামলা থেকে দেশটির মানবাধিকার কর্মী এবং সরকারপন্থিরাও রেহাই পাচ্ছেন না। এসব হামলার গভীর নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন।