করোনাকালে ঘরবন্দি থাকার একঘেয়েমি দূর করতে সহায়তা করেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। এরমধ্যে ভারতীয় প্ল্যাটফরম ‘হইচই’অন্যতম। বছর শেষে প্ল্যাটফর্মটি শেয়ার করেছে বছরের সেরাদের তালিকা। এই সেরার তালিকায় এসেছে অভিনেত্রী জয়া আহসানের নাম।‘কণ্ঠ’ এবং ‘রবিবার’-এর জন্য ‘বেস্ট পারফর্মেন্স অব দ্য ইয়ার (মুভি)’ পুরস্কার জিতেছেন জয়া। সোশ্যাল মিডিয়া ফেসবুকে খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। শেয়ার করেছেন অ্যাওয়ার্ডের ছবি। ফেসবুকে জয়া আহসান লিখেছেন, এই সম্মানের জন্য ধন্যবাদ টিম হইচই… কণ্ঠ এবং রবিবারের পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ।
অতনু ঘোষের ছবি ‘রবিবার। প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান।
ছবিটির মূল বিষয় ঘৃণা, প্রেম বা প্রতারণা। শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘কণ্ঠ। কণ্ঠ’ ছবির মূল চরিত্র অর্জুন বাচিকশিল্পী, রেডিও জকি। হঠাৎ তার ক্যানসার ধরা পড়ে। কীভাবে তিনি এই রোগের সঙ্গে লড়াই করে নিজের স্বরকে ফিরিয়ে এনেছেন, সেই উত্থান-পতনের গল্প ‘কণ্ঠ। জয়া আহসান ছবিতে একজন স্পিচ থেরাপিস্ট।