করোনার ভ্যাকসিন নিয়ে সরকার তেলেসমাতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেন্টার ফর ন্যশনালিষ্ট স্টাডিজ আয়োজিত ‘ফেলানী ও সীমান্ত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি।
ভোটারবিহীন নিশিরাতের সরকার ভারতের কাছে আত্নসমর্পণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।