বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হলে মানুষ মরে পথেঘাটে পড়ে থাকবে বলে যারা প্রচার করেছিলো, তারাই ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে রংপুর সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে।
পরে তিনি জানান, প্রতিটি বিভাগীয় শহরে একটি করে বিটিভির কেন্দ্র স্থাপন করা হচ্ছে।