বর্তমান সময়ের তরুণ প্রতিভাবান সঙ্গীত শিল্পী শাপলা পাল। সাময়িক একটা বিরতির পর আবারো তিনি সরব হয়েছেন সঙ্গীত জগতে। এরই মধ্যে এই সুরেলা কণ্ঠের গায়িকা অনন্য এক মাইল ফলক অতিক্রম করেছেন। শাপলার ভেরিফাইড ফেইসবুক পেইজটি এক মিলিয়ন (দশ লাখ) ফলোয়ার অতিক্রম করেছে।
তার ইউটিউব চ্যানেলটিও “অফিশিয়াল আর্টিস্ট চ্যানেল” হিসেবে স্বীকৃতি পেয়েছে। শাপলা জানিয়েছেন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেও মিউজিক্যাল আর্টিস্ট হিসেবে ভেরিফাইড হয়েছে। সব জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে শাপলা এখন তুমুল আলোচিত তার প্রতিভামূলক কাজ দিয়ে।
শাপলা জানান, সঙ্গীতকে ভালোবেসে ও সঙ্গী করেই তার এই পথচলা। সামনে আরো অনেক নতুন গান নিয়ে তার শ্রোতাদের সামনে আসবেন নিজের চ্যানেল থেকে।
এই প্রসঙ্গে শাপলা পাল বলেন, একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে এটি আমার জন্যে অনন্য এক প্রাপ্তি। অসাধারণ অনুভূতি কাজ করছে আমার মধ্যে। তাই আমার সকল ভক্ত-শ্রোতা আর অনুসারীদের জানাই ভালোবাসা।