দীর্ঘদিন ধরে দেশীয় নির্মাতারা ছবির অভাব পূরণ করতে পারছেন না বলে সিনেমা হল বন্ধ ঠেকাতে সীমিত আকারে হলেও ভারতীয় ছবি আমদানির দাবি জানিয়ে আসছিলেন হল মালিকরা।
তারই ধারাবাহিকতায় সিনেমা হল সচল রাখতে দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় হিন্দি ছবি চালাতে ঐক্যমতে পৌছেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট তিন সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিচালক সমিতির নেতারা।
সম্প্রতি তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করে হল মালিকরা বছরে দশ ভারতীয় হিন্দি ছবি আমদানি করে প্রদর্শনের প্রস্তাব দেন তারা। বিপরীতে মিলেছে বছরে ১০টি সিনেমা আমদানির আশ্বাও।
বিষয়টি নিয়ে হল মালিক ও প্রদর্শক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, সরকার হিন্দী ছবি আমদানি আশ্বাস দিয়েছেন। আমরা বছরে ১০টার বেশি হিন্দী সিনেমা আমদানির কথা বলেছি। ছবি আনার অনুমতি পেলেই আমরা চিন্তা করবো কোন হিন্দি সিনেমাগুলো প্রদর্শন করবো প্রেক্ষাগৃহে ।
এর আগে প্রযোজক, পরিচালক এবং প্রদর্শক সমিতির কর্তাব্যাক্তিরা বৈঠক করেন। যেখানে বৈঠক শেষে একমত হন তারা। তবে অনুমতি মিললেও দেশের সিনেমা হলগুলো হিন্দি সিনেমা প্রদর্শনের উপযুক্ত নয়।
সংশ্লিষ্টরা বলছেন সরকার বলিউডের ছবি আমদানির অনুমতি দিলে মালিকপক্ষ তাদের সিনেমা হল সংস্কারের কাজ শুরু করবেন। হিন্দি ছবি এলেই কি সিনেমা হল বাঁচবে? এমন প্রশ্নে সংশ্লিষ্টরা জানান বিষয়টি এমন নয়। সরকারকে খুব দ্রুত চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে শিল্পের সকল সুবিধার আওতায় আনার দাবি জানান তারা।