আইটেম গানে এবার নাচলেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘গাংচিল’ ছবিতে অভিনয় করছেন এই অভিনেত্রী। একইসঙ্গে এটির আইটেমেও পারফরম্যান্স করলেন তিনি।
‘চোখ ঘুরাইয়া তাকালে সবাই হয় রে কাত’- কথার গানটিতে পূর্ণিমার সঙ্গে আরো আছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। গতকাল আইটেম গানটির দৃশ্যধারণ শেষ হয় বলে জানান নির্মাতা। এ প্রসঙ্গে নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, টানা তিন দিন ধরে শুধু এই গানটিরই শুটিং হয়েছে। অবশেষে শেষ করেছি। পর্দায় তারিক আনাম ও পূর্ণিমার পারফরম্যান্স দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে।
আইটেম গানটির কথা লিখেছেন কবির বকুল। সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। নির্মাতা জানান, আপাতত ডামি ভয়েস দিয়ে শুটিং করা হয়েছে। এখনো কোনো শিল্পী দিয়ে গানটি গাওয়ানো হয়নি। কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল। ২০১৯ সাল থেকে ‘গাঙচিলে’র শুটিং চলছে। এতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে।