প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বা নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো বিশেষণে এখন পর্যন্ত আত্মতৃপ্ত প্রতিষ্ঠানটি। অথচ যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক মানে পৌঁছানোর কথা, সুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়ে বৈশ্বিক র্যাংকিংয়ের কোথাও নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়, অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ায় কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বৈশ্বিক উচ্চ শিক্ষায় সুপরিচিত প্রতিষ্ঠান দুটির বিশ্ব র্যাংকিংয়ে অবস্থান, যথাক্রমে ২০১তম এবং ৯৬তম।
একই সালে প্রতিষ্ঠিত হয়ে সুবর্ণজয়ন্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অথচ র্যাংকিংয়ে কোনো অস্তিত্বই নেই দেশের এই শিক্ষা প্রতিষ্ঠানটির। সাবেক শিক্ষার্থী, বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিদেশে গবেষণারতদের মতে, আন্তর্জাতিক মানদন্ডের সাথে বিস্তর ফারাক, দেশের উচ্চশিক্ষার সংস্কৃতি এবং ব্যবস্থাপনার।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ড. মোস্তফা নাজমুল মানছুরের মতে, মানসম্মত গবেষণার অপ্রতুলতার পাশাপাশি আন্তর্জাতিক প্রকাশনায় সঠিক উদ্যোগের অভাব রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবির বলছেন, শিক্ষাঙ্গনে রাজনীতি মুখ্য হলে কাঙ্খিত প্রত্যাশা পূরণ সম্ভব নয়।
বিভিন্ন অপ্রাপ্তির পাশাপাশি দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট নিয়ে প্রতিষ্ঠা হলেও, ধুকছে শিক্ষার্থীদের আবাসন সঙ্কট নিয়ে।