জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে নতুন করে আলোচনায় এসেছেন কণ্ঠশিল্পী ঐশী। তার কণ্ঠে যে কারুকার্যময় একটি বিষয় আছে তা ঐশীর এতো অল্প সময়ে সর্বোচ্চ স্বীকৃতি পাওয়াটাই প্রমাণ করে।
ঐশীর কণ্ঠে যেমন মুগ্ধতা ছড়ায়, তেমনই জোরালো কণ্ঠে আবেশিত হন দেহতাত্ত্বিক সুরপ্রেমীরা। সঙ্গীতশিল্পী ঐশী ব্যক্তি জীবনে মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। রাজধানীর শমরিতা মেডিক্যাল কলেজে এমবিবিএসে পড়ছেন। পড়াশোনাও শেষের দিকে, আয়ত্ত্ব করছেন চিকিৎসা শাস্ত্রকে।
শিগগিরই চিকিৎসক হতে যাচ্ছেন ঐশী। বিভিন্ন সময় সোশ্যাল হ্যান্ডেলে ঐশী নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন। এবার ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমে পাওয়া গেল ঐশীর একটু সবিস্তার আলোচনা।
একটি ভিডিওতে দেখা যায় স্বাস্থ্য আর সুস্থ থাকার কৌশল নিয়ে কথা বলেছেন ঐশী। তিনি বলেন, সুস্থ দেহ মানেই সুস্থ মন। আর এই দুইয়ে মিলে একজন সুস্থ মানুষ।
ভিডিওটিতে ঐশী মূলত কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। তা হলো- ১. ঘুম, ২. খাদ্যাভ্যাস, ৩. ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করা ৪. এক্সারসাইজ ৫. বিনোদন ও ৬. নির্দিষ্ট সময় অন্তর ডাক্তারের সাক্ষাৎ।
একটি মোবাইলফোন সেবাদানকারি প্রতিষ্ঠান আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে গানে নাম লেখান ঐশী। গতবছর প্রথম অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ প্রকাশ হওয়ার পরই আলোচনায় এসেছিলেন এই কণ্ঠশিল্পী। এরপর দ্বৈত কয়েকটি গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের কাছে পৌঁছান।