দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। চলতি বছর মার্চে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে তার। নতুন অতিথি আসতে খুব বেশি দিন বাকি নেই। এরই মধ্যে বাড়ি ছাড়ছেন কারিনা কাপুর। এমন গুঞ্জনই বি-টাউনে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দ্বিতীয় সন্তান জন্মের আগে নতুন বাড়িতে উঠবেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তাই নতুন বাড়ি ছাড়ছেন তারা। যদিও বিষয়টি নিয়ে এখনও পরিষ্কার কিছুই বলছেন না সাইফ-কারিনা।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুরের বাবা রণধীর কাপুর। গণমাধ্যমকে তিনি জানান, গেল বছর নিজেদের নতুন বাড়ি কিনেছেন সাইফ-কারিনা। নিজেদের মতো করে সাজিয়েছেন নতুন বাড়ি। সন্তানদের সুবিধামতো বাড়ি সাজিয়েছেন তারা। দ্বিতীয় সন্তান জন্মের আগেই নতুন বাড়িতে উঠবেন সাইফ-কারিনা।
২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর প্রথম সন্তান জন্ম দেন কারিনা। সাইফ-কারিনা দম্পতির প্রথম ছেলের নাম তৈমুর আলি খান। সম্প্রতি চার বছরে পা দিয়েছে তৈমুর। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনামে এসেছে তার নাম।
বলিউড সংশ্লিষ্ট গণমাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর মার্চে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে কারিনার। গেল বছর ১২ আগস্ট কারিনার দ্বিতীয়বার মা হওয়ার কথা জানান সাইফ আলি খান।