গেল বছর লকডাউনের কারণে সিনেমা হলগুলোর উপর তাণ্ডব চালিয়েছে ওটিটি প্লাটফর্ম। ক্ষতির পাল্লায় নিজের নাম না লেখাতে পরিচালক ও প্রযোজকরাও বেঁছে নিয়েছেন ওটিটি প্লাটফর্মকে। দর্শকরাও যেন একটু বেশিই ওটিটি নির্ভর হয়ে পড়েছেন। গত বছরের মতো এবছরেও অন্যতম ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে অনেকগুলো সিনেমা।
এক নজরে দেখে নিন ২০২১-এ নেটফ্লিক্স কাঁপানো সিনেমাগুলোর নাম-
রোমান্টিক সিনেমা
সব সময়ের মতো এ বছরেও রোমান্টিক দর্শকদের জন্য রয়েছে নেটফ্লিক্সের রোমান্টিক আয়োজন। এ ক্যাসটেল ফর ক্রিসমাস, ফুয়মোস ক্যানসিওনেস, কিসিং বুথ থ্রি, লাভ হার্ড, দ্য লাস্ট লেটার ফ্রম ইউর লাভার, প্রিন্সেস সুইস থ্রি, টু অল দ্য বয়েজ : অলওয়েস এন্ড ফরেভার,আনটাইটেলড এলিকা, কে রুম.কম ইত্যাদি রোমান্টিক সিনেমা এবার দেখা যাবে নেটফ্লিক্সে।
অ্যাকশনধর্মী সিনেমা
এ বছর আউট সাইড দ্য ওয়ার, আর্মি অফ দ্যডেড, ওয়েক, কেইট, আউট সাইড দ্য ওয়ার, রেড নোটিশ, সুইট গার্ল ইত্যাদি অ্যাকশনধর্মী সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে।
হরর মুভির
হরর সিনেমাপ্রেমীদের জন্যে আছে নতুন নতুন চমক। ফেয়ার স্ট্রিট ট্রাইলোজি, নো ওয়ান গেটস আউট এলাইভ, দেয়ার ইজ সামওয়ান ইনসাইড ইউর হাউজ, থিংস হেয়ারড এন্ড সিন ইত্যাদি হরর সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে।
ড্রামা বেজড সিনেমার তালিকা
শুধু হরর, থ্রিলার আর রোমান্টিকই না নেটফ্লিক্সের ড্রামায় রয়েছে আলাদা সংযোজন। বিউটি, ব্লন্ডে, বম্বে রোজ, ব্রুইসেড, কনক্রিট কাউবয়, ফেভার ড্রিম, ম্যালকম এন্ড মেরি, মনস্টার, পেঙ্গুইন ব্লুম, পিস অফ ওম্যান, দ্য ডিগ, দ্য গিলটি, দ্য হ্যান্ড অফ গড, দ্য পাওয়ার অফ দ্য ডগ ইত্যাদি ড্রামা বেজড সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে।
কমেডি সিনেমা
সব থেকে কঠিন কাজ দর্শকদের হাসানো। তাই সব থেকে বেশি ভাবতে হয় কমেডির সিনেমার গল্পের জন্য। এবার এমনই কিছু চমৎকার কমেডি সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে। এইট রুইডে আই হুমানাইট, আফটার লাইফ অফ দ্য পার্টি, ব্যড ট্রিপ, ডোন্ট লুক আপ, ডাবল ড্যাড, আই কেয়ার এ লট, মক্সি, থান্ডার ফোরস ইত্যাদি কমেডি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
থ্রিলার আমেজের সিনেমা
কিছু দর্শক আছেন যারা অনুসন্ধানী সিনেমা ছাড়া অন্য সিনেমা দেখতে একদমই পছন্দ করেন না। এবার তাদের জন্যে রয়েছে নেটফ্লিক্সের সুন্দর সুন্দর থ্রিলার আয়োজন। ব্লাড রেড স্কাই, বেকেট, স্কেপ ফ্রম স্পাইডারহেড, ইনট্রুশিয়ন, মিউনিখ, ও টু, নাইট টিথ, দ্য স্রম, দ্য ওমান ইন দ্য উইন্ডো ইত্যাদি থ্রিলার সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে।