বলিউড ডিভা শ্রদ্ধা কাপুর। যিনি তার দক্ষ অভিনয় আর নাচের জন্য বেশ প্রশংসিত। শুদু তাই নয়, সুন্দর ত্বকের জন্যও তিনি প্রায়ই প্রশংসার জোয়ারে ভাসেন।
ব্রণ নিয়ে অনেক নারীরাই খুব বিরক্ত। এই দলে পুরুষও রয়েছে সমানভাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রণ দূর করার টিপস দিয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা।
ত্বকের ব্যাপারে বেশ সচেতেন শ্রদ্ধা। তার মতে, মুখের ব্রণ দূর করার জন্য টুথপেস্ট অনেক কার্যকরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমার মুখে ব্রণ হয় আমি টুথপেস্ট ব্যবহার করি। আমার মনে হয় ব্রণ দূর করতে এটি কাজ করে।’
অনেকেই হয়তো মনে করবেন সত্যিই কী এভাবে ব্রণ দূর হয়? এর ব্যাখ্যাও রয়েছে। জানা যায়, কিছু টুথপেস্টে সিলিকা থাকে, যা ব্রণের আর্দ্রভাব দূর করতে সাহায্য করে। সাধারণত টুথপেস্ট ব্যবহারের পর ব্রণ শুকিয়ে যায় ও এরপর সেরে ওঠে।
শ্রদ্ধা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাঘি থ্রি’। খুব শিগগির রাভ রঞ্জনের একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।