প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর বর্তমানে ‘গুড লাক জেরি’ সিনেমায় অভিনয় করছেন। আর এই সিনেমার শুটিংয়ের জন্য পাঞ্জাবে অবস্থান করছেন তিনি। সম্প্রতি ভারতের কৃষি বিলের বিপক্ষে আন্দোলনরত কৃষকদের বিক্ষোভের মুখে পড়ে জাহ্নবীর সিনেমার টিম।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, এই সিনেমার শুটিং বন্ধ করে দেয় আন্দোলনরত কৃষকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষি আন্দোলনের স্বপক্ষে কথা বলার জন্য শ্রীদেবী কন্যাসহ অন্যদের দাবি জানানো হয়।
জানা যায়, শুটিং চলাকালীন হঠাৎ করে বিক্ষোভরত কৃষকরা শুটিং সেট ঘেরাও করে। সেখানে সরকারের কৃষিবিল বিরোধী স্লোগান দেয়। কৃষকদের সমর্থনে মুখ খুললে তবেই আবার শুটিং শুরু করতে দেয়া হবে এমন শর্ত দেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয় তারা দাবি করেন, কৃষি বিল নিয়ে কৃষকদের আন্দোলনে বিষয়টি নিয়ে বলিউড মুখে কুলুপ এঁটে আছেন। এর প্রতিবাদ জানাতে শুটিং সাময়িক বন্ধ রাখা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
‘গুড লাক জেরি’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ সেন। এটির প্রযোজনায় আছেন আনন্দ এল রাই।