দেশের জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার তিনি। গানও করেন নিয়মিতই। ‘যে পাখি ঘর বোঝে না’সহ বেশকিছু গান দিয়ে তিনি শ্রোতা মাতিয়েছেন। বলছি ধ্রুব গুহ’র কথা।
আজ ১৪ জানুয়ারি তার জন্মদিন। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
ধ্রুব গুহ’র জীবনের বিশেষ এই দিনে জানা গেল বিশেষ এক খবর, যা তার ভক্তদের চমকে দিতে যথেষ্ট।
এই গায়কের নতুন গানের নায়িকা হয়ে দেখা দেবেন ঢালিউড মাতানো মাহিয়া মাহি। ভিডিওতে দেখা যাবে ধ্রুব গুহকেও। এ গানের মধ্য দিয়েই প্রথমবার গানের ভিডিওতে মডেল হলেন ‘জান্নাত’খ্যাত এ নায়িকা।
ধ্রুব গুহের গাওয়া ‘দাগা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে মাহিকে। প্রিন্স রুবেলের কথা ও সুরে গানটির পরিচালনা রায়হান রাফি।
আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে গানের ভিডিওটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন ধ্রুব গুহ।
এদিকে মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় ‘আনন্দ অশ্রু’, ‘আশীর্বাদ’ সহ কিছু সিনেমা।