ওপার বাংলার পরিচিতি মডেল ও অভিনেতা যশ দাসগুপ্ত। যিনি পরিচিতি লাভ করেছিলেন ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। যা তাকে দুই বাংলায় বেশ জনপ্রিয়তা এনে দিয়েছেন। এখন তিনি ব্যস্ত বড়পর্দার কাজ নিয়ে। সম্প্রতি নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যশ ও নুসরাত জাহানকে ঘিরে। শোনা গেছে, তাদের মধ্যে পরকীয়া চলছে, যার কারণে ভাঙছে নুসরাত নিখিলের সংসার।
এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন যশ। তার কাছে জানতে চাওয়া হয়, আপনাকে এবং নুসরাত জাহানকে নিয়ে মুখরোচক শিরোনাম হচ্ছে গণমাধ্যমে। যা রটে তা কিছুটা হলেও বটে?
উত্তরে তিনি জানান, অনেক কিছুই নানা রকম লোকেরা লিখছে। সেটা নিয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না।
আবারো তাকে বলা হয়, নুসরাত-যশ সম্পর্ক নিয়ে কী বলবেন?
তিনি বলেন, নুসরাতকে আমি চিনি আজ থেকে না। ২০১৭ সালে আমরা একটি সিনেমা করেছিলাম ‘ওয়ান’। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের, যে সিনেমায় বুম্বা দা (প্রসেনজিৎ চ্যাটার্জি) ছিল। তখন থেকেই নুসরাতকে আমি চিনি। নুসরাতের সঙ্গে বন্ধুত্ব অবশ্যই থাকবে। লোকেরা অনেক কিছু বলেছে এটা নিয়ে। আমি জানি, আমার বলাতে স্টেটমেন্ট খুব একটা চেঞ্জ হবে না। লোকেদের যেটা বিশ্বাস করার সেটাই করবে। তাছাড়া আমার মনে হয়, এখানে আমি থার্ড পারসন। আমার মনে হয়, এ প্রশ্নটা আপনাদের নুসরাতকে করা উচিত।