দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে সহিংসতায় বিএনপি প্রার্থীর মৃত্যু দু:খজনক, অপরাধী যে দলেরই হোক শাস্তি হবে।
এছাড়া পরের ধাপে নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রী আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় ওায়দুল কাদের আরও বলেন,’একজন বিএনপির কাইন্সিলরের হত্যাতে দুঃখ প্রকাশ করছি। এটি শাস্তিযোগ্য অপরাধ। অবশ্যই এটিকে বিচারের আওতায় আনা হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে। পরবর্তি ধাপের নির্বাচনে সহিংসতা এড়াতে আইন-শৃংঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রী আরও কঠোর হবার নির্দেশনা দিয়েছেন।’