ads
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা মহামারিতে জাপানের পর্যটনখাতে রেকর্ড ধস!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৫৯ বার পঠিত

জাপান এশিয়ার অন্যতম উন্নত ও ধনী দেশ। ইতিহাস ঐতিহ্যেও দেশটির সমৃদ্ধি কম নয়। আছে প্রাকৃতিক ও ঐতিহাসিক নানা দর্শনীয় স্থান। দেশটির নানা পদের খাবারের বৈচিত্র্যও আকর্ষণ করে পর্যটকদের। এসব কারণে এশিয়া তো বটেই বিশ্বের অনেক দেশের পর্যটকদের ভ্রমণে পছন্দের গন্তব্য জাপান। দেশটিতে বিদেশি পর্যটকদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছিল। কিন্তু করোনা মহামারির ধাক্কায় গেল বছরের এপ্রিল মাসের পর থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা এবং পরবর্তীতে স্বাস্থ্যবিধির কারণে চলাচলে কড়াকড়ি আরোপের পর কমতে থাকে পর্যটকদের আনাগোনা।

এছাড়া সম্ভাব্য পর্যটকরা তাদের দেশেও অনেকটা ঘরবন্দী সময় কাটিয়েছেন বছরব্যাপী। চরমভাবে যার প্রভাব পড়ে জাপানের পর্যটন খাতে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির প্রতিবেদনে সে তথ্যই তুলে ধরা হয়েছে।

সম্প্রতি জাপানের ট্যুরিজম সংস্থার এক পরিসংখ্যানে দেখা যায়, বিদায়ী ২০২০ সালে জাপানে পর্যটক কমেছে ৮৭ শতাংশের ওপর। পর্যটনখাতে যা দেশটির ৫৬ বছরের ইতিহাসে সর্বনিম্ন মন্দা। সংস্থাটির তথ্যমতে, গেল বছর জাপানে মোট বিদেশি পর্যটকের সংখ্যা ছিলো ৪১ লাখের মতো। যেখানে আশা করা হচ্ছিল ২০২০ সালে দেশটিতে মোট পর্যটক আসবে ৪ কোটি।

রাজধানী টোকিওর একটি বিখ্যাত অভিজাত শপিং মল জিংঝা সিক্সমলে আন্তর্জাতিক ব্র্যান্ডসহ বড় বড় ১৫টি দোকান গত কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়েছে। বিদেশি পর্যটকদের তেমন একটা দেখা না পাওয়ায় তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে বলে জানানো হয়।

করোনা ভাইরাস সংক্রমণের বিস্তাররোধে গত বছরের মে মাসে সরকারের জারি করা নিষেধাজ্ঞায় বিদেশি পর্যটক সংখ্যা নেমে আসে মাত্র ১ হাজার ৬৬৩ জনে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৯ দশমিক ৯ শতাংশ কম। এমনকি বছরের শেষদিকে ডিসেম্বর মাসেও পর্যটক সংখ্যা বেড়ে দাড়ায় মাত্র ৫৯ হাজারে। যা আগের বছরের একই সময়ের তুলনায় কম ছিল ৯৭ দশমিক ৭ শতাংশ।

জাপানের পর্যটন সংস্থার পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে টানা ১৫ মাস ধরে জাপানে পর্যটক সংখ্যা কমছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102