বিনোদন ডেস্ক; ভালোবাসা দিবস উপলক্ষে উন্মুক্ত হলো অস্ট্রেলিয়া প্রবাসী সংগীতশিল্পী অবনী মাহবুবের নতুন গানের ভিডিও ‘আমার একলা বাড়ির কোন’। এটি গায়িকার দ্বিতীয় মৌলিক গান। কথা ও সুর করেছেন কলকাতার অরুণাশীষ রায়। সংগীতায়োজন করেছেন বাংলাদেশের রেজওয়ান শেখ। গানটি প্রসঙ্গে অবনী বলেন, এটি আমার মনের মতো একটি গান। গানটির কথা, সুর, সংগীতায়োজন খুব যত্ন নিয়ে করা হয়েছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে এটি।
অবনী তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি অবমুক্ত করেন।
ভিডিওটি তৈরি করেছে কলকাতার ‘আমরা ছবিওয়ালা’। এতে মডেল হয়েছেন কলকাতার অভিনেতা সুজিত ঘোষ ও অভিনেত্রী বিনীতা গুহা।