ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন খুলনার শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিন। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মহানগর হাকিম আদালতের বিচারক সারওয়ার আহমেদ শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এই আদেশ দেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশারেফ হোসেন। আদালতে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ, পরে তাকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রুহুল আমিনকে নগরীর খালিশপুর গোয়ালখালী এলাকার ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। ওইদিন দুপুরের দিকে কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন রুহুল আমিন। তিনি মুশতাক আহমেদের সঙ্গে গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের খুলনার বাসায় ভাড়া থাকতেন। সেই বাসা থেকেই তাকে আটক করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।
রাতে রুহুল আমিনের সঙ্গে আটক করা হয় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সংগঠক নিয়াজ মুর্শিদকে। তবে রাত সাড়ে ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।