মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পরকীয়ার কারণে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী। এ ঘটনায় স্ত্রী রোজিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১টার দিকে ধারমাইয়ের বালিথা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে স্বামী মোহাম্মদ সুমন মিয়াকে (৩০) খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেন তার স্ত্রী রোজিনা।
পরে রাত ১টার দিকে ধারালো ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। এ সময় সুমনের চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এক পর্যায়ে এলাকাবাসী রোজিনা বেগমকে আটকের পর পুলিশে সোপর্দ করেন। আটক রোজিনা বেগম তার স্বামী অন্য এক মেয়ের সঙ্গে পরকীয়া করার কারণেই গোপনাঙ্গ কেটে দিয়েছেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) ইনচার্জ নাছির উদ্দিন বলেন, গোপনাঙ্গে অপারেশন করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় সুমনের স্ত্রী রোজিনাকে আটক করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।