আশুলিয়ায় কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

তৈরি পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনঃনির্ধারণের পর দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের তৈরি পোশাক কারখানায় যোগ দেন শ্রমিকরা।

এদিকে, যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা, ফতুল্লা থানার বিসিক শিল্পনগরী, সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডসহ বিভিন্ন গার্মেন্টস কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা।

এছাড়া গাজীপুরেও সকাল থেকে বিভিন্ন এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে দলে দলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা।

আরো পড়ুন