বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৬তম ম্যাচে টস জিতে সিলেট সিক্সার্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
চলতি বিপিএলে ঘরের মাঠে প্রথম খেলতে নামছে সিলেট। ঢাকা পর্বের তিন খেলায় মাত্র একটিতে জয় পেয়েছে সিলেট। নিজেদের ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সিলেটের ছেলে অলক কাপালি, এবাদত হোসেনরা।
আর এই তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিতে চাইবেন সিলেটের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার।