রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন থেকে ৩৩১ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর র্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গ্রেফতাররা হলেন- উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বরপাড়ার মৃত জয়ুনদ্দিন মোল্লার ছেলে আক্কাস মোল্লা (৫৮), ব্যাপরীপাড়ার সোহরাব ব্যাপারীর ছেলে মনিরুল ইসলাম (২৩), সাকৈর ফকিরপাড়ার মৃত বাবলু শেখের ছেলে ওয়াসিম শেখ (৩২)।
র্যাব জানায়, ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের ২নং কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৩১ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা পেশাদার দেশীয় মদ ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধার করা মদসহ আটকদেরকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।